বিশ্বনাথ প্রতিনিধি হেলালুল ইসলাম হেলালঃ👉
যদি প্রশ্ন করি চেয়ারম্যান মেম্বার কেন হবেন!
উত্তরে বলবেনঃ মানুষের সেবা করার জন্য রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ইত্যাদি করার জন্য!
এবার আমার মন্তব্য শুনুন প্রতিটা ইউপিতে .ধরে নিলাম চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন!
মেম্বার পদপ্রার্থী অন্তত ২৫ জন সারা ইউপি!
চেয়ারম্যান জনে ৪০ লক্ষ টাকা খরছ করে!
মেম্বার জনে ৪ লক্ষ টাকা খরছ করে!
এবার মোট যোগ করে দেখুন কত কোটি টাকা হচ্ছে
একটা ইউপির মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থীগণ যত টাকা খরচ করে নির্বাচন করে. এত টাকা রাস্তাঘাট নির্মাণের কাজে খরচ করলে একটা ইউনিয়ন উন্নতি হয় কোন সন্দেহো নেই!
জাতীয় নির্বাচনের বিষয়টা টানলে তো আরো অনেক
আমার ক্ষুদ্র জ্ঞানে বলে বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় যত টাকা উড়ানো হয় তত টাকা যদি রাস্তাঘাটের কাজে ব্যয় করা হতো আমার দেশ বাস্তবেই সোনার বাংলাদেশ হত!
পাশাপাশি আমাদের প্রবাসী ভাই গণও উন্নয়ন কাজে টাকাপয়সা ব্যয় করে সব যোগ করে উন্নয়ন কাজে ব্যয় করলে দেশটা আরো উন্নতি হয়!
নির্বাচন আসলে প্রার্থীগণ জনগণের পেছনে দৌড়ায়
নির্বাচন চলে গেলে জনগণ তাদের পিছনে দৌড়ায়!
যার কারণে আমার দেশ পিছিয়ে আছে!
সর্বশেষ যা বলতে চাই দক্ষতা সততা দেখে আমরা ভোট দিবো. বিনিময় সিঙ্গারা সিগারেট টাকা .এসব গ্রহণ করব না ইনশাআল্লাহ সৎ ও যোগ্য ব্যক্তি দেখে ভোট দিব বিনা স্বার্থে ভোট দিবো সবাইকে ধন্যবাদ!