বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং গতকাল ঢাকা-১৮আসনের উপ নির্বাচনে ভোট কারচুপি,কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের গ্রেফতার ও সাজানো মামলা দায়েরর প্রতিবাদে জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে অদ্য ১৩ নভেম্বর ২০২০ইং শুক্রবার দুপুরে সিলেট নগরীর সুবিদ বাজার পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বার খানা পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ
