ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যাএা শুরু হলো সিলেট আর্ট প্রোডাকশনের

FB_IMG_1605293018887.jpg

 

সিলেট আর্ট প্রোডাকশনের যাএা শুরু করলো ১৩ নভেম্বর ২০ ইং রোজ শুক্রবার সিলেটের অভিজাত
বিট্রানিয়া হোটেল আম্বরখানা সিলেট কেক কেটে
উদ্বোধন করা হয়।নতুন একটি প্রোডাকশন হাউজ পেতে যাচ্ছে সিলেট বাসী সহ পুরো দেশবাসী।এই প্রোডাকশন হাউজ নির্মাণ করবে রুচিশীল নাটক, মিউজিক ভিডিও এবং কালচারাল প্রোগ্রাম যা নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার করবে।সিলেট আর্ট প্রোডাকশন এর কণর্ধার মিডিয়া ব্যক্তিত্ব পরিচালক ও অভিনেতা আফজাল হোসেন, পরিচালক এডভোকেট মো কামরুল হাসান, পরিচালক আফছার উদ্দিন আহমেদ ওয়েছ, পরিচালক মোয়াজ্জেম আনাম, পরিচালক সনজয় আচায্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজেন জার্নালিস্ট গ্রুপের সদস্য জেলা প্রশাসন সিলেট ও জাতীয় দৈনিক গণমুক্তি সিলেট জেলা প্রতিনিধি এইচ.আর.এম. বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান,সমাজসেবক সালেহ নাহিদ, অভিনেতা আব্দুল হাকিম রুবেল,সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক তরুণ উদ্যোক্তা এবং নাট্যকার ও অভিনেতা মো ইমতিয়াজ কামরান তালুকদার,নাট্যকর্মী এনামুল হক,দেশ থিয়েটার এর সভাপতি ও পরিচালক মো কামাল আহমেদ দূর্জয়,নাট্যকর্মী ফারিয়া আক্তার,নাট্যকর্মী ও সাংবাদিক ফারজানা আক্তার মৃদুলা,এ এম রুবেল, জালাল উদ্দিন ভূইয়া মুকুল,শাহনুর ইসলাম সুমেল, জিয়াদ জুবাহরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top