বিশ্বনাথ প্রতিনিধি হেলালুল ইসলাম হেলাল.
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর অবমাননার প্রতিবাদ ও ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে!
শনিবার বিকেল ৩টায় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ হলরুমে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পূর্ব ইউনিয়ন শাখার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়!সেমিনারে সভাপতিত্ব করেন তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পূর্ব ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ সেলিম হোসাইন!
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ আলী হায়দার!
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারন সম্পাদক কবির আহমদ, বড়তলা মজহারিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা রজব আলী, তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জামাল উদ্দিন ও আল ইসলাহ খাজাঞ্চী পূর্ব ইউনিয়ন সাধারন সম্পাদক মাওলানা হাবিবুর রহমান!
উত্তর বিশ্বনাথ উপজেলা তালামীয শাখার সাধারণ সম্পাদক মাও.হাফিজুর রহমান
খাজাঞ্চি পুর্ব ইউনিয়ন আল ইসলাহ সহ সভাপতিঃ মাও.শাফী উদ্দীন খতিব বন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদ!
শুভেচ্ছা বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পূর্ব ইউনিয়ন সহ সভাপতি দেলওয়ার হোসাইন খালেদ!
রোমান আহমদ ও কামরান আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পূর্ব ইউপি ৬নং ওয়ার্ড তালামীয সভাপতি আফজাল হোসাইন, ৭নং ওয়ার্ড তালামীয সাংগঠনিক সম্পাদক ছামিউর রশিদ ও ৮নং ওয়ার্ড তালামীয সভাপতি আলামিন আহমদ!
উপস্থিত ছিলেন তালামীযের সদস্যবৃন্দ তালামীয ৭নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ জাকারিয়া
সহ সভাপতি সাজুল ইসলাম
৭নং ওয়ার্ড আল ইসলাহ সদস্য নজরুল ইসলাম প্রমুখ.
পরিশেষে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব আখলু হোসাইন রহিমপুরী খুলিফায়ে ফুলতুলি সংবাদটি শেয়ার করুন!