সাহেদ আহমদ ঃ সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চন্ডিপুলস্থ দক্ষিণ সুরমা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৫ জন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চন্ডিপুলস্থ দক্ষিণ সুরমা কলেজের সামনে একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৪৭৭৭) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার ৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়। তৎক্ষণিক আহত দুজনের নাম জানা গেলেও অন্যদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তারা হলেন, বিশ্বনাথের নতুন বাজারের শামসুল হক (২৭) ও আবুল হোসেন (৩০)।