ঢাকা,৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় যুবতীর লাশ উদ্ধার, সন্ধান চায় পুলিশ

inbound2272245266804620960.jpg

 

দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ দক্ষিণ সুরমায় ১৪ নভেম্বর শনিবার বিকালে লালারগাঁও নামক স্থানে অজ্ঞাত এক যুবতীর (২০) লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
জানা যায়, দক্ষিণ সুরমা থানাধীন লালারগাঁও- মুন্সিবাজার সড়কের পাশে হাটু পরিমান পানিতে অজ্ঞাত যুবতীর লাশ স্থানীয় লোকজন দেখে পুলিশে সংবাদ দেয়।
ঘটনার খবর পেয়ে এসআই(নিঃ)/স্নেহাশীষ পৈত্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
যুবতীর পরনে সাদা সেলোয়ার, গায়ে প্রিন্টের কামিজ, উপরে মেরুন কালারের বোরকা, গলায় মেরুন কালারের স্কার্প। কানে ইমিটেশনের দুল, গলায় রুপালী কালারের চেইন, পায়ে রুপালী কালারের নুপুর, ডান হাতে ইমিটেশনের চুড়ি, বাম হাতে ইমিটেশনের পুতির তৈরী ব্রেসলেট।
উক্ত নারীর পরিচয়ের জন্য দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ডিউটি অফিসার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মোবা-০১৩২০-০৬৭৬৯৩।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, অজ্ঞতনামা যুবতীর লাশ তদন্ত্যের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top