ঢাকা,৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জের হালিমা বেগম (২৫) নামের এক ভুয়া নারী পুলিশ আটক

inbound1127511832429456536.jpg

সিলেট থেকে হালিমা বেগম (২৫) নামের এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত হালিমা বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা আব্দুল জলিল ওরফে জিলালের মেয়ে বলে জানা যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেটের সামনে টহল পুলিশ একজন মহিলাকে পুলিশের ইউনিফর্ম পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে হালিমা জানায়, ‘আটককৃত হালিমা বেগমের গ্রামের বাড়িতে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ জন্য তিনি গত শনিবার পুলিশের ইউনিফর্ম পরে গ্রামে যান। সেখান থেকে রোববার সকালে পুলিশের ইউনিফর্ম পরে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজারে আসেন।’

‘অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা লাভের আশায় পুলিশের ইউনিফর্ম পড়েছিলেন হালিমা। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top