সালেহ আহমদ : বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসনিক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে কর্মরত ১১-১৬ গ্রেডের কর্মচারিদের পদ পদবীর পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতি করনের দাবিতে আজ বাকাসস সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন কর্মচারীর কর্মবিরতী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির এই কর্মবিরতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাকাসস এর সাধারণ সম্পাদক আলীমুজ্জামান,সিলেট জেলা শাখার সভাপতি কামরুজ্জামান, অফিস সহকারী সালেহ আহমদ , মিজানুর রহমান, আব্দুল হালিম, ফয়েজ আহমদ, কাঞ্চন চক্রবর্তী, কায়ছার আহমদ, জামাল হোসেন, আবুল হোসেন, কাজল মালাকার, সবিতা রাণী, সাবিত্রী, রুমাল দাশ, বিউটি গোস্বামী, অতুল চন্দ, শাহনাজ পারবিন, সেঁজুতি তালুকদার, সুবল চন্দ্র, মুহিব, আব্দুছ সাত্তার, আফসর আহমেদ, সহ সভাপতি, হুমায়ুন আহমেদ, শামীম আহমেদ, মইনুল হোক, মুইহোক (সার্কিট হাউজ নাজির), জেলা নাজির ফিরোজ আহমেদ (জেলা নাজির),