বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদের পক্ষ থেকে সাহেবের বাজার জামেয়া ইসলামিয়া দারুল উলুম সাতগাঁও মাদরাসায় কোরআান খতম, আলোচনা সভা ও শিরনী বিতরণ করা হয়েছে।
মাদরাসার অডিট কমিটির সদস্য মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালালের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম মাওলানা রিয়াজ উদ্দিন, সিলেট জেলা বারের সাবেক সহ- সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল আজিজ, ইকরা কিন্ডার গর্টেেন এন্ড প্রি ক্রেডেট একাডেমির প্রধান শিক্ষক জুবায়ের আহমদ সহ আরো অনেকে।আলোচনা সভার আগে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাওয়াক্কিল বিল্লাহ জালাল। পরে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিরনী বিতরণ করা হয়।