ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দল এর- পক্ষ থেকে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন –

FB_IMG_1605893384979.jpg

আজ ২০ নভেম্বর- ফেনী জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দল এর- পক্ষ থেকে তারেক রহমানের  -জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন অনুষ্ঠান উৎযাপন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক- লুৎফর রহমান রতন, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক- নজরুল ইসলাম কাজী, ফেনী জেলা ছাত্রদলের- সহ সাধারণ সম্পাদক জিল্লু রহমান, -ফেনী জেলা ছাত্রদলের- মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ফেনী সরকারী কলেজ ছাত্রদলের -আহ্বায়ক প্রার্থী-
গিয়াস উদ্দীন স্বপন ভুঁইয়া –
——– ——– ————-
কেক কেটে প্রোগ্রাম পরিচালনা করেন -ফেনী জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দল এর- সাধারণ সম্পাদক, আজিম শরিফ আজিম- সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ ফিরোজ খাঁন- প্রচার সম্পাদক- সাখাওয়াত হোসেন শাকিল মিয়াজী – দপ্তর সম্পাদক তানভির রবজানী রিংকু,সহ দপ্তর সম্পাদক কাজী ফখরুল ইসলাম রিপন

এতে উপস্থিত ছিলেন ফেনী শহর জাতীয়তাবাদী প্রযুক্তি দলের – অন্য তম নেতা টিপু – জেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দল নেতা- জাহিদ হোসেন জাহিদ- ও সহ- ফেনী- সোনাগাজী উপজেলা প্রযুক্তি দলের আহ্বায়ক- ও / ফেনী ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী প্রযুক্তি দলের আহ্বায়ক সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top