ঢাকা,২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সুরমা নদীতে ছাতক থানা পুলিশের অভিযানে ৫ জন চাঁদাবাজকে গ্রেফতার

Polish_20201121_233853384.jpg

সুনামগঞ্জের ছাতকে নৌ বন্দর এলাকায় সুরমা নদীতে ছাতক থানা পুলিশের অভিযানে ৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে । আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টা সুরমা ও পিয়াইন নদীর মোহনা হতে নদীতে বলগেট পাথর বালু ভর্তি নৌযান হতে চাঁদা সংগ্রহ কালে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করতে সক্ষম হন। আটকৃতরা হলো, উপজেলার ইসলাম ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত. নেছার আহমদের ছেলে রুহুল আমিন (৩৮), গণেশপুর গ্রামের আজিজুল হকের ছেলে চপল মিয়া (২০), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের ইছাকলস গ্রামের মৃত. জমির উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৫), রুবেল মিয়া (২৪) একই গ্রামের সোনা মিয়ার ছেলে উজ্বল মিয়া (২৩)।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন চাঁদাবাজদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের (আগামী কাল) শনিবার জেল হাজতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান নৌ পথে চাঁদাবাজী বন্ধে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহনের কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top