বিশ্বনাথ প্রতিনিধি হেলালুল ইসলাম হেলাল.
বিশ্বনাথ ২নং খাজাঞ্চি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কর্তৃক আয়োজিত দেশ ও জাতির নিরাপদ শান্তির লক্ষে মহানবী সাঃ এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে 22-11-2020 রোজ রবিবার বেলা ১১ ঘটিকার সময় রহিমপুর উত্তরপাড়া নতুন জামে মসজিদে ২নং খাজাঞ্চি ইমাম সমিতির সেক্রেটারি মাও.শাফী উদ্দীনের পরিচালনায় ও মাও. আব্দুস সালাম সাহেবের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন মাও. মাসুক আহমেদ জয়নগর জামে মসজিদ!
বিশেষ অতিথি বৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাও. জামাল উদ্দীন সাবেক প্রিন্সিপাল মুফতির বাজার মাদ্রাসা!
বক্তব্য রাখেন.জনাব সুহেল মিয়া বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইংলিশ টিচার!
মাও.জামাল উদ্দীন দপ্তর সম্পাদক জাতীয় ইমাম সমিতি!
মাও. হাফিজুর রহমান কিশোরপুর!
মাও. মোস্তফা কামাল ইমাম ও খতিব বন্ধুয়া পুরাতন জামে মসজিদ!
শুভেচ্ছা বক্তব্য ও ইমাম সমিতির লক্ষ ও উদ্দেশ্য পেশ করেন সেক্রেটারি মাও. শাফী উদ্দীন ইমামও খতিব বন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদ!
মাও.মোহাম্মদ আলী খতিব রহিমপুর পুরাতন জামে মসজিদ!
মাও.ফেরদাউস রহিমপুর উত্তরপাড়া নতুন জামে মসজিদ!
জনাব রইসুল ইসলাম বিশিষ্ট মুরব্বি রহিমপুর মাও জুনাইদ আহমদ বন্ধুয়া পূর্বপাড়া জামে মসজিদ মাও.মোফিজুর রহমান মোড়াউনা জামে মসজিদ!
মাও. শামসুজ্জামান সিরাজী ঘাসিগাঁও জামে মসজিদ!
মাও.তাজুল ইসলাম তবলপুর মসজিদ. মাও.আজাদুর রহমান রোমান আহমদ সামিউর রাশিদ প্রমুখ. আরো অনেক অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন!
দেশও জাতির শান্তির লক্ষ্যে মহানবী সাঃ এর অবমাননার প্রতিবাদস্বরূপ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন.এবং ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে ওলামা-মাশায়েখ ও ইমাম সাহেবদের ঐক্য ঘটনের প্রতি আহবান করেন।
২ নং খাজাঞ্চি জাতীয় ইমাম সমিতির সভাপতি বন্ধুয়া পুরাতন জামে মসজিদের সাবেক খতিব মাও.আব্দুস সালাম উনার আলোচনার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করেন মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি হয়।