এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর আয়োজনে খাদিম নগরে ইনায়া’স ক্যাফে & রেস্টুরেন্টে এপেঃ এড.ইমদাদুল হক এর সংবর্ধনা ও ক্লাবের ডিনার সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর -৪ এপেঃ মোঃ শাহেদুর রহমান, অতীত জেলা গভর্নর এপেঃ এড.মিসবাহুর রহমান আলম,জেলা সেক্রেটারি এপেঃ মোঃ নাজমুল হুদা, ক্লাবের চাটার্ট সভাপতি এপেঃ এহতেনান আহমদ খান,এপেঃবাবুল মিয়া,এপেঃ আদিল হোসাইন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি এপেঃ আবজাল হোসাইন, ক্লাব সেক্রেটারি এপেঃ আবুল হোসাইন, ,এপেঃ ইন্জিঃ আজহার উদ্দীন কাওছার, এড.মানিক উদ্দিন, এপেঃ দেওয়ান বকশি জাকির হোসেন,এপেঃ শাহেদুর রহমান মুন্না প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর সভাপতি এপেঃ মোঃ আশরাফ উদ্দিন।
এড.ইমদাদুল হক এর সংবর্ধনা ও ক্লাবের ডিনার সভা সম্পন্ন
