গোলাপগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছেপুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ঢাকাদক্ষিণ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিএনপি নেতা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য।গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।