সিলেট দিগন্ত ডেস্ক : আলোকিত সাহিত্য পরিবারের উদ্যোগে দাওরাই বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস কক্ষে ৮নং আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আলোকিত সাহিত্য পরিবারের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর খান কে সংবর্ধনা দেওয়া হয়
সভায় কবি সাদিকুর রহমানের পরিচালনায় ও আলোকিত সাহিত্য পরিবারে পরিচালক কবি আবু কওচর এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান বক্তব্য রাখেন কবি রেজাওল করিম ইয়াওর,দাওরাই বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শাহ জাহেদ মিয়া, সহ সম্পাদক আব্দুল মুকিত,জুনাব খান,ইত্তেফাক খান
এতে উপস্তিত ছিলেন জনাব তাহিদ আলি,লায়েক মাষ্টার,লিপাছ মিয়া,আনহার মিয়া,আব্দুল মতিন,হাজ্বী সুহেল আহমদ খান টুনু,আসক মিয়া,ইয়াওর খান,দুলু মিয়া,সাহিদুল ইসলাম,মনজুর আহমদ,রুবেল আহমদ, সভাশেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।