সিলেট দিগন্ত ডেস্ক :গতকাল বুধবার ২৫/১১/২০২০ইং তারিখ এ গ্রামীণর ফুটবল ক্লাব সাতপাড়া এর উদ্যোগে এক আলোচনা সভারআয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৫নং দৌলতপুর ইউনিয়নের পৃব পাড়া গ্রামের কৃক্তি সন্তান, গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু বিশিষ্ট দানবীর ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়া । শফিক মিয়া আগামী গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরষ্কার দাতা।
উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ব্রাক্ষণঝুলিয়া গ্রামের কৃক্তি সন্তান, সোনালী বাংলা বাজার জেনারেল কমিটির সভাপতি এখলাছুর রহমান ফয়েজ। এখলাছুর রহমান ফয়েজ আগামী গ্রামীণ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় পুরস্কার দাতা।
উপস্থিত ছিলন আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী চান্দা আলী সাহেব। আরও উপস্থিত ছিলন একসময়ের মাঠ কাপানো ফুটবলার (বর্তমানে বিভিন্ন মাঠে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করে থাকেন) সদরপুর-সাতপারা গ্রামের কৃক্তি সন্তান সাবেক ফুটবলার হারুন মিয়া ।উপস্থিত ছিলন সাতপাড়া গ্রামের সাবেক ফুটবলার, বিশিষ্ট মুরব্বী আজাদুর রহমান । উপস্থিত ছিলন সাতপাড়া গ্রামের বিশিষ্ট শাল্লীষ ব্যক্তিত্ব আছাব উদ্দিন । উপস্থিত ছিলন সাতপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুর রুপ মিয়া । আরও উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বী’, যুবক এবং গ্রামীণ ফুটবল ক্লাবের সকল সদস্য বিন্দ।