হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাদিরুজ্জামান খান জোসেফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাদিরুজ্জামান খান জোসেফ একজন সাহসী নেতা ছিলেন। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন-সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। সরকারের হামলা-মামলা উপেক্ষা করে জুসেফ সাংগঠনিক দায়িত্ব পালন করেছে। তার মৃত্যুতে জাতীয়তাবাদী দল একজন নিবেদিত কর্মীকে হারালো।
রুহের মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।