ঢাকা,৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তালামীযে ইসলামিয়া সোনাটিকি আঞ্চলিক শাখার কাউন্সিল ও অভিষেক সম্পন্ন। সভাপতি মোজাম্মিল আহমদ লিকন, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মোজাব্বির খান

Polish_20201204_231532236.jpg

 

 


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ৩নং মুন্সীবাজার ইউনিয়নের আওতাধীন সোনাটিকি আঞ্চলিক শাখার কাউন্সিল ও অভিষেক সম্পন্ন।

উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহ. এর হাতে গড়া ছাত্র সংগঠন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া সোনাটিকি আঞ্চলিক শাখার কাউন্সিল ও অভিষেক আজ ০৪-১২-২০২০ ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

সভার সর্ব সম্মতি ক্রমে, মোজাম্মিল আহমদ লিকন কে সভাপতি, ফরহাদ আহমদ কে সাধারণ সম্পাদক ও মোজাব্বির খান এনাম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

উক্ত কাউন্সিলের প্রদান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন,,, ৩নং মুন্সীবাজার ইউনিয়ন তালামীযের সংগ্রামী সভাপতি, ক্বারী ফয়সল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া রাজনগর উপজেলা সহ সভাপতি ছাত্রনেতা সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম সহ- সাংগঠনিক সম্পাদক উপজেলা তালামীয উপস্থিত ছিলেন ৩নং মুন্সিবাজার ইউ পি শাখার সহ সাধারণ সম্পাদক:হা:আবুল কালাম খান, সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ শিপু, অফিস-সম্পাদক মিজু আলী,সোনাটিকি আঞ্চলিক শাখার সাবেক সভাপতি জায়েদ আহমদ, সাবেক সভাপতি দেলোয়ার আহমদ সহ আরো উপস্থিত ছিলেন সোনাটিকি আঞ্চলিক শাখার সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top