ঢাকা,২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বনাথ উপজেলা বিএনপির ৩২ নেতাকর্মীর জামিন লাভ

received_224187499058481.jpeg

সাহেদ আহমদ ঃ চলতি বছরের ২৯ অক্টোবর বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সরকারি কাজে বাঁধা, প্রিজাইডিং অফিসারসহ সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে পুলিশের ওপর হামলা ও নির্বাচনী সরঞ্জাম বহনকারী ভাংচুর করার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন বিশ্বনাথ বিএনপির ৩২ নেতাকর্মী। আর সেই মামলায় নি¤œ আদালতে হাজিরা দিতে গেলে জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত। মঙ্গলবার সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট্র কাওছার আহমদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি একেএম সামিউল ইসলাম।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, উপজেলার দশঘর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদউদ্দিন খান, উপজেলা বিএনপি নেতা আরব খান, জয়নাল আবেদীন, জানু মিয়া, পৌর বিএনপি নেতা আহেমদ-নূরউদ্দিন, আবদুর রহমান খালেদ, ফরিদ আহমদ, বিএনপি নেতা নজরুল ইসলাম হান্দু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোবিন্দ মালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার, আব্দুর রউফ, মিজবাহ খান, সুলতান খান, আবদুুল মুমিন কালু, আনোয়ার হোসেন, জাকির আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমেদ প্রবেল, সদস্য সুলতান মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, ছাত্রদল নেতা নিজামউদ্দিন, তেরাব আলী, জাহেদ, হিফজুর রহমান, আতিনুর রহমান আতিকুর, দিলু মিয়া, বেলাল, মখলিছুর রহমান, রাশেদ মিয়া, লিফু মিয়া, রেজাউল করিম রাজু, সালমান, ছাইদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top