সিলেট জেলা কৃষক দলের আওতাধিন বিমানবন্দর থানা কৃষক দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৯০ দিনের জন্য অনুমোদন লাভ করেছে।
কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র সুপারিশক্রমে গত ৫ ডিসেম্বর শনিবার সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়াম্যান ও সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল এ কমিটির অনুমোদন দেন। সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অনুমোদিত কমিটির বিষয় নিশ্চিত করেন।
গণতান্ত্রিক ধারায় প্রস্তুতি সভার মাধ্যমে নবগঠিত বিমানবন্দর থানা শাখা কৃষক দলের দায়িত্বশীলগণ হচ্ছেন- আহবায়ক মোঃ বুরহান উদ্দীন, সদস্য সচিব হাবীবুর রহমান পংকি, সদস্য- মখরম আলী, মুজিবুল হক, আবুল হোসেন, মোঃ আব্দুল জলিল মুন্সি, তমিজুল ইসলাম, আনিসুর রহমান, সৈয়দ মনসুর আলম, মোঃ বাচ্চু মিয়া তালুকদার, মোঃ সাইফুর রহমান, হায়দার আলী, শফিকুল ইসলাম, আনোয়ার হুসেন, মঈনুল ইসলাম, রহমত আলী, বাহাদুর খান, শাহজাহান মিয়া, আবিদ হোসেন, সোহেল আহমদ, সাহেদ আহমদ।