ঢাকা,২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সিলেট দিগন্ত ডটকমের মাসিক সভা সম্পন্ন

Polish_20201210_190201774.jpg

সিলেট অনলাইন পত্রিকা সিলেট দিগন্ত ডটকম এর মাসিক সভা অদ‍্য ১০ ডিসেম্বর ২০২০ইং বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক সভায় সিলেট দিগন্ত ডটকমের  সম্পাদক ও প্রকাশক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে ও সিনিয়র প্রতিনিধি সাহেদ আহমদ এর পরিচালনায় উক্ত  সভায় সর্ব সম্মতি ক্রমে আগামী ২০২১ সালের পঞ্জিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং প্রকাশিত  পঞ্জিকা আগামী ৩০ ডিসেম্বর এর মধ্যে  বিলি করার সিদ্ধান্ত হয়।

 

উক্ত মাসিক সভায়  উপস্থিত ছিলেন সিলেট দিগন্ত ডটকমের  পরিচালনা পরিষদের সদস্য ফজলুল হক নোমান,মোঃ ইয়াছিন আলী, মোহাম্মদ বকুল হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top