ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাগলা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ছাত্রনেতা মুহিবুর রহমান স্বপন এর ৪০ হাজার টাকা অনুদান প্রদান

Polish_20201211_004920639.jpg

গোলাপগঞ্জ উপজেলার বাগলা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ছাত্রনেতা মুহিবুর রহমান স্বপন এর পক্ষ থেকে ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুল বাছিত জবলু সাহেব সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগলা হাফিজিয়া মাদরাসায় আগমন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।তরুন সমাজসেবক আব্দুল বাছিত জবলু সাহেব মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন ও বিপুল সংখ্যক ছাত্রদের যুগান্তকারীর শিক্ষার পরিবেশ দেখে ভূয়সী প্রসংশা করেন।তিনি মাদরাসার চলমান কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ আব্দুর রহমান সাহেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ মুহাম্মাদ অলিনুর সাহেবের পরিচালনায় আজ ১০ ই ডিসেম্বর বাদ আছর মাদরাসা কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদে আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সদস্য জনাব আব্দুল বাছিত জবলু। বক্তব্য রাখেন সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ জায়দুর রহমান।এসময় মাদরাসা প্রধানের হাতে নগদ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেন আব্দুল বাছিত জবলু সাহেবের বাতিজা বিয়ানীবাজার সরকারি কলেজ তালামীযের দায়িত্বশীল মুহাম্মদ মুহিবুর রহমান স্বপন।তিনি এতিমখানার ছাত্রদের শীতবস্ত্র প্রদানের জন্যও আশ্বাস প্রদান করেন।


উল্লেখ্য আব্দুল বাছিত জবলু সাহেব বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে বিগত ইউনিয়ন নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।এবারের নির্বাচনেও আল ইসলাহ’র মনোনয়ন নিয়ে জনগণের ভালোবাসায় ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন।

পরিশেষে সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠা প্রধান শিক্ষক আলহাজ্ব হাফিজ আব্দুর রহমান ছাহেব।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top