ঢাকা,২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

“যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Polish_20201211_170143682.jpg

মোঃ ইয়ামিন আরাফাত : কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজার জমিয়ত অফিসে গত বৃহস্পতিবার বাদ মাগরিব ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। নব-নির্বাচিত সভাপতি মোঃ রশিদ আহমদের সভাপতিত্ত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাওঃ কয়েছ আল মাহদির পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ নাজিম উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জমিয়তের আহবায়ক মাওঃ জফির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জমিয়তের সদস্য সচিব মাওঃ জামাল উদ্দিন, সদস্য সচিব মাওঃ হুসাইন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, যুব জমিয়ত শান্তির কথা বলে শান্তির পথে চলে।ইসলাম ও ঈমানের শান্তি বজায় রাখার জন্য যুব জমিয়তের পাশে সকলের কাজ করা উচিত। প্রধান অতিথি বলেন, আমাদের আকাবির ও আসলাফরা জমিয়ত গঠন করেছেন এবং আকাবিররা জমিয়ত পরিচালনা করে আসছেন। সাম্য, শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য দল-মত নির্বিশেষে সবাইকে জমিয়তের পাশে থাকার আহবান জানাই।
সভা শেষে বক্তারা মৌলভী ইকবাল হুসেনকে স্বদেশ গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top