শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক নেতা, দক্ষিণ সুরমার প্রবীণ রাজনীতিবিদ, ভার্থখলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ আলী সাধু এবং বেলজিয়াম বিএনপির সভাপতি, সিলেট নগরীর কুমারপাড়া নিবাসী আহমেদ সাজা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তরিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
শোক বার্তায় তিনি বলেন, মাহমুদ আলী সাধু জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করে তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করতে নিরসলভাবে কাজ করেছেন। অনুরূপ ভাবে জাতীয়তাবাদী আদর্শের লড়াকু সৈনিক আহমেদ সাজা প্রবাসে গিয়েও গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাদের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
ব্যারিস্টার এম এ সালাম শোকবার্তায় মরহুম দ্বয়ের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।