শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল সিলেটে অদ্য ১২ ডিসেম্বর শনিবার পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা অনলাইন সম্পাদক পরিষদের নেত্রী বৃন্দ।
পরিদর্শন কালে সম্পাদক পরিষদের নেত্রীবৃন্দ বলেন বিশ্ব ব্যাপী করোনা প্রাদু্র্ভাবের কারনে স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার উপর প্রভাব পড়েছে। শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় ও হোম ওয়ার্কে ছাত্র ছাত্রীদের সার্বিক সহযোগিতা করায় স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকমন্ডলীদের প্রসংশা করেন। কোম্পানীগঞ্জ অনলাইন সম্পাদক পরিষদ নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন হাইস্কুলের সার্বিক মঙ্গল কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ অনলাইন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল,সহ সভাপতি মানিক মিয়া,ইমরান আহমেদ, নুরুল মুত্তাকিন,লবীব আহমদ।
এই সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুতিউর রহমান, সিলেট দিগন্ত প্রতিনিধি সাহেদ আহমদ,অভিবাক মাহমুদ আহমদ ।
অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অনঞ্জ রায় নীলয়, আবুল হিসনাত জাকারিয়া, আখলিমা আক্তার, রোকসানা বেগম, ফারহানা বেগম, আরিফা খানম প্রমূখ।