ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে কলকাতা – ঢাকা মৈত্রী পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

FB_IMG_1607788345207.jpg

বর্ণাঢ্য আয়োজনে কলকাতা – ঢাকা মৈত্রী পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ১২ ডিসেম্বর শনিবার ঢাকাস্থ নোয়াখালীজেলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এরজন শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত ” বঙ্গমৈত্রী” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।


কলকাতা – ঢাকা মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দৈনিক নোয়াখালী প্রতিদিন পত্রিকার সম্পাদক মো. রফিকুল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলি আযাদ), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম, লিখিকা সৈয়দা রাশিদা বারী, কবিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাপ্পি সাহা, শিল্প সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা ” খোলাচোখ” এর সম্পাদক মানিক মজুমদার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ছোট কাগজ পত্রিকার সম্পাদক আমির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বক্তগণ দুই বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সারগর্ভ আলোচনা করেন। গুনীজনদেরকে সম্মাননা ক্রেস্ট ও অতিথিগণকে সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীগণ গান ও কবিতা আবৃত্তি করেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top