হযরত শাহজালাল রহঃ মাজার জিয়ারতের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের সিলেট জেলা কমিটির কার্যক্রম শুরু করেছে। গত ১১ ডিসেম্বর শুক্রবার নেতৃবৃন্দ মাজার জিয়ারত করেন।
শাহজালাল রহঃ মাজার জিয়রতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, সিলেট জেলা শাখার সভাপতি সভাপতি মোঃ নাঈম আহমদ, সহ সভাপতি শাহ নুর আহমদ, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক জুমান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর মঙ্গলবার জাতীয়বাদী সৈনিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রয়েল খান হৃদয়, সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ সাক্ষরিত স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল সিলেট জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি মোঃ নাঈম আহমদ, সিনিয়র সহ সভাপতি মোঃ মুমিনুল হক, সহ সভাপতি শাহ নুর আহমদ, আরিফ হুসেন রানা, মুরাদ তালুকদার, কামরুল ইসলাম ও খালেদুল হক চৌধুরী খালেদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সায়েম আহমদ ইফজাল, তারেক আহমদ, ও পাভেল আহমদ, সাংগঠনিক সম্পাদক শুয়েব আহমদ হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক জুমান আহমদ ও মাহফুজ আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, দপ্তর সম্পাদক তারেক আহমদ, সদস্য মুজাহিদ ইসলাম, তালহা আহমদ, গিয়াছ রানা, আল আমিন।