এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ঃ কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির কর্মী সভা গত ১১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় খাগাইল বাজার পয়েন্টে অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা সরকুম আলীর সভাপত্বিতে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ এর পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মান্নান মনাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য আলী আকবর, শামস উদ্দিন আহমদ শাহীন, আব্দুস শহীদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা উস্তার আলী, সাধু মিয়া, মতিউর রহমান, তাজ উদ্দিন, যুবদল নেতা ফারুক আহমদ, ইমদাদুর রহমান ইনজাদ, জয়নাল আবেদীন, এমরান আহমদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুল আমিন নুরুল, সদস্য আনছার উদ্দিন, জেলা ছাত্রদল নেতা ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবাযক শুয়েব আহমদ, আল আমিন প্রমুখ।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল মান্নান মনাফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে সাংগঠনিক ভীত মুজতব করার লক্ষ্যে তৃণমূল থেকে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন শেষে কাউন্সিলের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি কমিটি গঠিত হবে। তিনি বলেন, প্রাথমিক সদস্য ছাড়া কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না। দলের জন্য যারা কাজ করেছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে।