ঢাকা,৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

“কোম্পানীগঞ্জে ৩৪৫ বোতল ফেনসিডিল সহ এক যুবক গ্রেফতার

Polish_20201213_181803952.jpg

মোঃ ইয়ামিন আরাফাত : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামে গতকাল সন্দ্ধায় ৩৪৫ বোতল ফেনসিডিল সহ আমির হোসেন নামক এক যুবক কে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা লামাগ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।
শনিবার সন্দ্ধা ৭.৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানার এসআই মনজুরুল আলম ও এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার ব্যবহ্রত মাইক্রোবাসটি ও জব্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়,আমির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে সে এসব ফেনসিডিল এনেছে। দীর্ঘদিন যাবত সে এ পেশায় জড়িত। তার বিরুদ্ধ কোম্পানীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top