সাহেদ আহমদ : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের উন্নয়ন ও অগ্রগতির হাতিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন। তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি আর্ত মানবতার কাল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। তিনি বলেন, দক্ষিণ সুরমায় সিসিকের অর্থায়নে বেশি কাজ হয়েছে। চন্ডিপুল থেকে বঙ্গবীর রোড হয়ে পুলের মুখ পর্যন্ত জিন্দাবাজার সড়কের মত সুন্দর্যবর্ধনে কাজ করা হবে অচিরেই। এতে ব্যবসায়ী সহ নগরবাসীর সহযোগিতা অবশ্যই প্রয়োজন।
মেয়র আরিফ গত ১২ ডিসেম্বর শনিবার রাতে বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোঃ সোয়েব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সিলেট চেম্বারের পরিচালক হুমায়ূন আহমেদ, মেসার্স শাপলা ট্রোডার্স ও ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মোঃ রিয়াদ উদ্দিন।
বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহেল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী চেরাগ, সহ সভাপতি রজব আলী ও বাবুল আহমদ, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মিলন, কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহমদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক ফয়সল আহমদ, দপ্তর সম্পাদক আলী হোসেন, আপ্যায়ন সম্পাদক আতাহার আলী, সহ আপ্যায়ন সম্পাদক বদর উদ্দিন বশর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আতাউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিব আহমদ, নির্বাহী সদস্য শামীমুর রহমান শামীম, মতিউর রহমান, হাজী নুর উদ্দিন, লয়লুছ মিয়া, ঝুমন আহমদ, টিপু, আবুল কালাম, সুমন আহমদ, মোবারক আলী, লায়েক আহমদ, রহমত আলী প্রমুখ।
অনুষ্ঠানে র্যাফেল ড্র শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি মেয়র নতুন সিলেট গড়তে ব্যবসায়ীদের সহযোগিতার আহবান জানিয়ে বলেন, দক্ষিণ সুরমায় সিসি ক্যামেরা স্থাপন, তীর খেলা বন্ধ সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান, ছড়া, খাল, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হবে। এতে সকলকে সহযোগিতা করার আহবান জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির বর্ষপূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত
