এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ঃ কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলাম ইউনিয়ন বিএনপির কর্মী সভা গত ১২ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় উত্তর ঢালারপার বাজারে অনুষ্ঠিত হয়।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সভাপত্বিতে ও সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দোহা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মান্নান মনাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহবায় কমিটির ১নং সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী শাহব উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আকবর, জয়নাল আবেদীন জনি, আলমগীর আলম মেম্বার, শুকুর আলী, আনিছুর রহমান। বক্তব্য রাখেন যুবদল নেতা বিলাল হোসেন, রজন মিয়া, আইনুল হক স্বাধীন, সাইদুল ইসলাম, মাসুক মিয়া, হাফিজ সাদেক আহমদ, রতন মিয়া, সাদ্দাম হোসেন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল মান্নান মনাফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের তৃণমূল পর্যায়ে থেকে কমিটি গঠন শুরু হয়েছে। ১ম ওয়ার্ড, এরপর ইউনিয়ন, পরে উপজেলা কমিটি গঠন করা হবে। কাউন্সিলের মাধ্যমে প্রতিটি কমিটি গঠিত হবে। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা কমিটিতে স্থান পাবে। কমিটি শক্তিশালী হলেই দলের কাযক্রম গতিশীল হয়। তিনি সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।