সাহেদ আহমদ ঃ দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল ১৩ ডিসেম্বর রোববার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব জান্নাতুল ফেরদৌস এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ¦ মইনুল ইসলাম, রাজনীতিবিদ তাজ উদ্দিন এপলু, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ২নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন, ৩নং ওয়ার্ড আকবর আলী, ৯নং ওয়ার্ড মেম্বার ফারুক আহমদ, সংরক্ষিত মহিলা মেম্বার সাবেত্রী মালা, মুরুব্বী মোঃ হুশিয়ার আলী, সাংবাদিক শরীফ আহমদ, ইউনিয়ন হিসাব সহকারী রাজিব রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা আব্দুল জলিল তালুকদার, ইউনিয়ন গ্রাম আদালত সহকারী ফয়েজ আহমদ, উদ্যোক্তা ইমরান আহমদ প্রমুখ।
সভায় সাবেক চেয়ারম্যান মইনুল ইসলামের বাড়িতে ডাকাতি ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, জনতার হাতে একজন ডাকাত আটক হলেও বাকী ডাকাতদের এখনো গ্রেফতার করা হয়নি। অবিলম্বে ডাকাতদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।
তেতলী ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা
