১৪ ডিসেম্বর
হাফিজ সালেহ আহমদ
ডিসেম্বরের চৌদ্দ এলে
মনে হু-হু রব ভাসে
বিষণ্ন মন ডুকরে ওঠে
সেই পুরনো অভ্যাসে।
এই তারিখে হারিয়েছি
সেরা সেরা জন যত
কেমন করে শান্ত থাকি
মনকে রাখি সংযত?
স্বাধীনতার সূর্য ওঠার
ক্ষণটা যখন দুয়ারে
ঠিক তখনই হত্যা করে
পোষ্য বদর শূয়ারে।
সেই শূয়ারে পুচ্ছ আজও
নাচায় স্বাধীন রাষ্ট্রে
মুখটা ওদের দে পুড়িয়ে
বাবলা পোড়া কাষ্ঠে।