ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

১৪ ডিসেম্বর হাফিজ সালেহ আহমদ

received_803289660222561.jpeg

১৪ ডিসেম্বর
হাফিজ সালেহ আহমদ

ডিসেম্বরের চৌদ্দ এলে
মনে হু-হু রব ভাসে
বিষণ্ন মন ডুকরে ওঠে
সেই পুরনো অভ্যাসে।

এই তারিখে হারিয়েছি
সেরা সেরা জন যত
কেমন করে শান্ত থাকি
মনকে রাখি সংযত?

স্বাধীনতার সূর্য ওঠার
ক্ষণটা যখন দুয়ারে
ঠিক তখনই হত্যা করে
পোষ্য বদর শূয়ারে।

সেই শূয়ারে পুচ্ছ আজও
নাচায় স্বাধীন রাষ্ট্রে
মুখটা ওদের দে পুড়িয়ে
বাবলা পোড়া কাষ্ঠে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top