ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

received_212651340325123.jpeg

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট স্বাধীনতা
ফোরামের র‌্যালি ও আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সিলেট স্বাধীনতা ফোরাম এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা গতকাল ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।
সিলেট স্বাধীনতা ফোরামের সভাপতি এ.এইচ.এম সুহাইল এর সভাপতিত্বে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ আল হেলাল, ডাক্তার মোস্তফা আজাদ, প্রফেসর আমিনুল ইসলাম, মোঃ আব্দুল কাদের, সুহেল আহমদ, রুহুল আমিন, শাহ কামরুজ্জামান, কে এম আফজালুল করিম প্রমুখ।
র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উক্ত স্থানে এসে আলোচনা সভার পর মোনাজাতের মধ্যে শেষ হয়।
সভায় বক্তাগণ বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে, এ দিনে পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীবীদের কে নির্মমভাবে শহীদ করা হয়, পাকিস্তানের এই বর্বরতা বাংলাদেশের জনগণ ধ্বিক্ষার ও ঘৃনার সাথে চিরদিন স্মরণ রাখবে, পৃথিবীর ইতিহাসে পাকিস্তানি হানাদারদের নাম ধিকৃত হিসেবে আজীবন লেখা থাকবে।
বক্তারা বলেন, পাকিস্তানি নরপিশাচরা স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে যখন বুঝতে পারলো তাদের পরাজয় সুনিশ্চিত তখন তারা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে নির্মমতার ইতিহাস রচনা করে। শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির জীবনে একটি অত্যন্ত শোকাবহ দিন। বাংলাদেশের স্বাধীনতার ঊষালগ্নে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান যারা জাতির যে কোনো বিপর্যয়ে অগ্রণী ভূমিকা পালন করে জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন সেসব মেধাবী শহীদ ব্যাক্তিদের শ্রদ্ধার সাথে জাতি আজীবন স্মরণ করবে।
বক্তাগণ পাকিস্তানি হানাদারদের বিশ্বের নিকৃষ্ট গোষ্ঠী আখ্যা দিয়ে বলেন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এদেশের প্রতিটি নাগরিক একেকজন সৈনিকের ভূমিকা পালন করবে। তারা বলেন, পাকিস্তানের কোন দালাল গোষ্ঠীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেখলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। বক্তাগণ শহীদ বুদ্ধিজীবী সহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top