ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে ব্যারিস্টার এম এ সালামের শুভেচ্ছা

received_1300911406935444.jpeg

মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম শুভেচ্ছা বাণী প্রদান করেছেন। তিনি মঙ্গলবার ১৫ ডিসেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এই শুভেচ্ছা বাণী প্রদান করেন।
ব্যারিস্টার এম এ সালাম মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চগঞ্জ ও বালাগঞ্জবাসী সহ প্রবাসী বাংলাদেশী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আজকের এ দিনকে তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, শোষণ-বঞ্চনামুক্ত গণতান্ত্রিক বাংলাদশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ এ দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে।’
মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে স্বাধীনতা যুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মহান বিজয় দিবসে তিনি দেশবাসী সকলের প্রতি সেই আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top