দিগন্ত প্রতিনিধি : সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ফেরিঘাটে আল্লাহু লেখা দৃষ্টিনন্দন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি চত্বর গতকাল ১৫ ই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সূইচ টিপে উদ্বোধন করলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে এবং মহান বিজয় দিবসের আগের দিন আল্লাহু লেখা এই দৃষ্টিনন্দন চত্বরটি উদ্বোধন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এই ৩টি উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে আর প্রচেষ্টা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমিও আমার নির্বাচনী এলাকার যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ কৃষি সহ সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সুন্দর্য বর্ধনের কাজ করে যাচ্ছি। আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সাবেক উপ বিভাগীয় প্রকৌশলী, বিশ্বনাথ সড়ক উপ বিভাগের মোঃ নুরুল মজিদ চৌধুরী, উপ বিভাগীয় প্রকৌশলী, বিশ্বনাথ সড়ক উপ বিভাগের নূরে আলম সিদ্দিকী, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, সহকারী কমিশনার ভূমি মৌসুমী মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোঃ সাফায়েত ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল ইসলাম শাখাওয়াত হোসেন তরু, রাজু আহমদ রাজা, মামুন আহমদ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, ফেঞ্চুগঞ্জ থানার ওসি তদন্ত খালেদ আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুকমান আহমদ লছমান, উওর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সালেক আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান কলা, সাধারণ সম্পাদক আবু মিয়া, যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিছলু, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসিক আহমদ, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুমিনুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা পারভেজ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম প্রমুখ।