মুক্তির আগমনী গানে মুখরিত চারদিক,বিজয়ের উল্লাসে বাঙ্গালী জাতীর মধ্যে আনন্দের হিল্লোল, গৌরব গাথা ইতিহাসের ৪৯ তম বছরে বিজয় দিবসের প্রথম প্রহরে ৩০ লক্ষ শহীদদের স্মরণে, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে, প্রভাতের রক্তিম সুর্যের লাল কিরণমালার আভায়, গোয়াইনঘাট ,জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, কানাইঘাট তথা- বৃহত্তর জৈন্তিয়ার জনসংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, এটিএম বদরুল ইসলাম ও যুগ্ন-সাধারণ সম্পাদক গিয়াস আহমদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আহমদুল কিবরিয়া বকুল, মুশতাক চৌধুরী,মামুন আহমদ,মো:লুৎফুর রহমান, সামছুজ্জামান জামান,এডভোকেট মো:জাহাঙ্গীর আলম,লোকমান হাফিজ,সম্রাট তারেক,শিব্বির আহমদ,আলিম উদ্দিন,খায়রুল আমিন,আব্দুল আজিজ,জহির আহমদ,নোমান আহমদ প্রমুখ।