সিলেট দিগন্ত : কোম্পানীগঞ্জ উপজেলার অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ভোলাগঞ্জ উদয়ন সংঘের সভাপতি সাজ্জাদ হোসেন দুদু-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২০ইং শুক্রবার সন্ধ্যা ৫ :৩০ ঘটিকায় কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাব অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য মানিক মিয়া, এম.এ.এইচ. শাহীন, ইমরান আহমদ।
অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, যুবনেতা আবু আল হেলাল, এমদাদুর রহমান ইনজাদ প্রমূখ।