দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বর্তমানে বাড়িতে চিকিৎনাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
১৮ ডিসেম্বর শুক্রবার বিকালে শরীফকে দেখতে তার বলদীস্থ বাড়িতে যান সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ। এ সময় তিনি কিছু সময় তার শয্যাপাশে কাটা এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দক্ষিণ সুরমা উপজেলা চত্বরের শহীদ মিনারে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিক আজমল আহমদ রুমনের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারারইচক নামক স্থানে এক দুর্ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় দক্ষিণ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক ও আজমল আহমদ সামান্য আঘাতপ্রাপ্ত হন। সড়ক দুর্ঘটনায় শরীফের ডান হাতের উপরে পাজরে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। শরীফ আহমদ দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
সাংবাদিক শরীফ আহমদের শয্যা পাশে জেলা যুবদল নেতা সাহেদ আহমদ
