সাদিকুর রহমান: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন গ্রামের আছাব উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) গতকাল বাংলাদেশ সময় রাত ৪ টায় প্রতিদিনের মতো মাছ ধরতে জান বাহরাইন সাগরে। মাছ ধরা শেষে বাসায় ফেরার পথে আরেকটি স্পিড বোড তাদের থাকা স্পিড বোডকে ধাক্কা দেয়। বোডে থাকা তিনজনের মধ্যে দুই জন ইন্ডিয়ান এবং জাকির হোসেন একা বাংলাদেশি। সাথে থাকা দুইজন ইন্ডিয়ান নাগরিক অক্ষত অবস্হায় ফিরলেও বাংলাদেশি জাকির নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাকিরের ভাই জসিম উদ্দিন। সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
বাহরাইন সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রয়েছে গোয়াইনঘাটের জাকির
