বৃহত্তর জৈন্তিয়া ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন (কানাইঘাট-গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সাবেক প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে সকল সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন ক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
জেন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক এটিএম বদরুল ইসলাম, গোলাম কিবরিয়া হেলাল, সাবেক সভাপতি মো. আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সভাপতি ফজলে জালাল আহমদ চৌধুরী, মনির উদ্দিন আহমদ, মো. জামাল উদ্দিন, মঈনুল হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, এস কামরুল হাসান আমিরুল স্বাক্ষরিত এক পত্রে মাহফুজুল কিবরিয়া (মাহফুজ) কে সভাপতি, আসিফ আজহারকে সিনিয়র সহ সভাপতি, আনোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক এবং নুরুল মোস্তাকিনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২০-২০২২ সাল পর্যন্ত ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের ৭১ সদস্য জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস আহমদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি