সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ সভা সংগঠনের শাহী ঈদগাহস্থ অস্থায়ী কার্যালয়ে গতকাল ২১ ডিসেম্বর সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক।
১৮নং ওয়ার্ড রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন সালমানের সভাপতি ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক কোরবান আলী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সুবিদবাজার শাখার সভাপতি ইকবাল আহমদ, শ্রমিক নেতা দীন ইসলাম, আতাউর রহমান, আদু মিয়া, সাদেক আলী, আইয়ুব আলী, মিজানুর রহমান মোল্লা প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানিয়ে বলেন, ইঞ্জিন চালিত গাড়ি উক্ত সড়ক দিয়ে চলাচল করতে পারবে অথচ রিক্সা চলাচল বন্ধ করা হবে, এ কেমন বৈশ্যম। সিসিকের এমন উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত সিলেটের সর্বস্তরের রিক্সা শ্রমিকরা মেনে নেবে না। বক্তারা বলেন, নিজেদের ন্যায্য দাবী আদায়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করতে সকল রিক্সা শ্রমিকদের এক যোগে কাজ করার আহবান জানান।