শেখ আহমেদঃ গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল ও ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, মটরবাইক, মিশুক ও প্রাইভেট গাড়ি দ্বারা যাত্রী পরিবহন বন্ধসহ ৫ দফা দাবিতে, টানা দ্বিতীয় দিনে চলছে সিলেটের বিভিন্ন স্থানে ধর্মঘট।
এই সময় সিএনজি অটোরিক্সা শ্রমিকরা বিভিন্ন স্থানে স্টিলের পাইপ ও অন্যান্য জিনিস ফেলে অবরোধ সৃষ্টি করে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
যার ফলে রোগীবাহী গাড়ি ও অন্যান্য সব ধরণের যানবাহন রাস্তায় আটকে পড়ে।
চরম ভোগান্তিতে পড়েছেন সিলেটের সকল শ্রেণীপেশার মানুষ। পথে পথে, মোড়ে মোড়ে কর্মমুখী মানুষজন দাঁড়িয়ে আছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) এর আগে দাবি না মানলে কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে বলে জানিয়েছে সিলেট জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।