ঢাকা,২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরব্বী ব্যবসায়ী হাজী বশির মিয়া আর নেই

received_180465023770110.jpeg

 

সাহেদ আহমদ ঃ বিশিষ্ট মুরব্বী সিলেট দক্ষিণ সুরমার, বদিকোনা জামে মসজিদের মুতায়াল্লি, ৩নং তেতলি ইউনিয়ন আওয়ামীগের সভাপতি, সিলেট ফল মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি, সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, কয়লা আমদানি কারক, ও শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের স্বত্তাধিকারি জনাব হাজি বশির মিয়া ৭৫ বছর বয়সে ইন্তেকাল করিয়াছেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাজার নামাজ আজ বুধবার দুপুর ২টায় সিলেট দক্ষিণ সুরমাস্থ বদিকোনা প্রগতি উচ্চবিদ্যালয়ের মাটে অনুষ্টিত হবে।

গতকাল মঙ্গলবার বার সন্ধ্যা ৭টায় সিলেট নগরির একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

হাজি বসির মিয়া বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যু কালে তিনি ছেলে,মেয়ে স্ত্রী নাতি নাতনি সহ অসংখ্যা গুনগ্রাহি রেখে গেছেন ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top