ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

“”প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে”””

Polish_20201224_173315031.jpg

সকল পুস্তক ব্যবসায়ীদের মধ্যে সু-সম্পর্ক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগরের সর্বস্তরের পুস্তক ব্যবসায়ীদের সম্মিলিত কল্যাণমূলক স্হানীয় সংগঠন (প্রতিষ্ঠিতঃ ০৩ জানুয়ারী ২০২০) অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী কল্যাণ পরিষদ (অসপুব্যকপ)-এর সিলেট জেলা ও মহানগর কমিটির যৌথ আয়োজনে ২০ ডিসেম্বর ২০২০ রবিবার রাত ৮টায় পরিষদের অস্থায়ী কার্যালয় [হক মঞ্জিল, শাপলা-১০, উত্তর জল্লারপার, ০২ ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, ডাকঘর-৩১০০, সিলেট সদর, সিলেট। পত্র ও সার্বিক যোগাযোগঃ ইন্টারন্যাশনাল লাইব্রেরী, ৫৪ রাজা ম্যানশন (২য় তলা), পশ্চিম জিন্দাবাজার, সিলেট। মোবাইলঃ ০১৭৪৬-৮৭২২০৯]-এ আমাদের পুস্তক পরিবারের সদস্য সিলেট মহানগরীর আম্বরখানাস্হ জালালাবাদ লাইব্রেরী এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর’র স্বত্ত্বাধিকারী মোঃ শরীফ উদ্দিনের মাতার রুহের মাগফিরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল সিলেট জেলা ও মহানগরের পুস্তক ব্যবসাবান্ধব অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্যঃ জালালাবাদ লাইব্রেরী এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর’র স্বত্ত্বাধিকারী মোঃ শরীফ উদ্দিনের মাতা গত ১২ ডিসেম্বর শনিবার ভোর ৬.১০মিনিটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাই হিরাজিউন। মরহুমার নামাজে জানাজা ও দাফন ঐদিন কানাইঘাটের লামা দলইকান্দি গ্রামে দুপুর ২টায় সম্পন্ন হয়।
বিশেষভাবে লক্ষণীয়ঃ হাজী কুদরত উল্লাহ্ মার্কেটে অবস্থিত জালালাবাদ লাইব্রেরী বর্তমানে আম্বরখানায় জালালাবাদ লাইব্রেরী এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর নামে পরিচালিত হচ্ছে।
খতমে কোরআন ও দোয়া মাহফিলঃ
খতমে কোরআন সম্পূর্ণ তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হরিপুর শিকার খাঁ জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুল কুদ্দুস।
খতমে কোরআন ও দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগরের পুস্তক ব্যবসায়ীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন
জালালাবাদ লাইব্রেরী এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর’র স্বত্ত্বাধিকারী মোঃ শরীফ উদ্দিন, বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন্স’র স্বত্ত্বাধিকারী মাহবুবুল আলম মিলন, নিউ নেশন লাইব্রেরী’র স্বত্ত্বাধিকারী মোঃ আনোয়ার রশীদ, ইন্টারন্যাশনাল লাইব্রেরী’র স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান খাঁন, মোহাম্মদী লাইব্রেরী’র স্বত্ত্বাধিকারী মোঃ শহিদুর রহমান, শাহজালাল লাইব্রেরী এন্ড ষ্টেশনারী উইথ গিফট কর্ণার’র স্বত্ত্বাধিকারী মোহাম্মদ এহছানুল হক তাহের, তাওসীফ লাইব্রেরী’র স্বত্ত্বাধিকারী আব্দুল ওয়াদুদ আজাদ, বসুন্ধরা লাইব্রেরী এন্ড ষ্টেশনারী’র স্বত্ত্বাধিকারী হেলাল আহমদ, অপু লাইব্রেরী’র স্বত্ত্বাধিকারী শাহির উদ্দীন অপু, বুকস গার্ডেন’র স্বত্ত্বাধিকারী মোঃ আলী আছকর,
লাইব্রেরীর প্রতিনিধিদের মধ্য থেকে জালালাবাদ লাইব্রেরী’র হাফিজুর রশিদ মুশফিক ও প্যারাগন লাইব্রেরী’র শাফিউল হোসেন।
শিন্নি বিতরণের মাধ্যমে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top