ঢাকা,২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সিলেট দিগন্ত “র সম্পাদক এর সাথে গোলাপগঞ্জ ও বিশ্বনাথ  প্রতিনিধির সৌজন্য  সাক্ষাৎ

IMG-20201224-WA0085.jpg

আজ ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার  বার সন্ধ্যায় এক আভিজাত্য হোটেলে অনলাইন পোর্টাল সিলেট দিগন্ত এর সম্পাদক ও প্রকাশক এডভোকেট আব্দুল্লা আল হেলাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিয়ানীবাজার ও গোলাপগজ্ঞ এর প্রতিনিধি হাফিজুর রহমান রাজু ও জাকির হোসেন।

উক্ত সৌজন্য সাক্ষাৎ এর সময়  আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতি নিজাম উদ্দিন জায়গিরদার,  সিলেট দিগন্ত ” র ব‍্যাবস্থাপনা সম্পাদক সাহেদ আহমদ, সহকারী বার্তা সম্পাদক  কামরান আহমদ, রিজন আহমদ,মোশাহিদ আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top