সভাপতি শফিকুর রহমান,সাধারন সম্পাদক এডভোকেট এমদাদুল হক।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন -২০২১ গতকাল ২৪ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত শান্তি পূর্ণভাবে চলে এই ভোট গ্রহন।
আগামী এক বছরের জন্য সভাপতি পদে – শফিকুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী,সাধারন সম্পাদক পদে – এডভোকেট এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে- এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, কোষধ্যক্ষ পদে সুধাংসু ভূষন ত্রীবেদী, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ফজলুর রহমান শিপু, সহকারী নির্বাচন কমিশনার জাহানজেব ইবনে খালেদ ও কাজী আরিফুল হাসান।
কার্য নির্বাহী সদস্য :মোঃ আবিদ আলী চৌধুরী,সুলেমান হোসেন খান, এম ই এম ইকবালুর রহমান, সিরাজুল হোসেন আহমদ,মোঃ আবুল ফজল, সমর বিজয় সী শেখর, মোহাম্মদ আলী খোকন, আব্দুল আলীম পাঠান।