গোলাপ গঞ্জ প্রতিনিধি জাকির হোসাইন : গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীক পেলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ।শনিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দেশের ৬৪ টি পৌরসভার নৌকার প্রার্থীর নাম ঘোষনা করা হয়।
এর আগে গত ৫ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন হল রুমে এক মতবিনিময় নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়। এদিকে গত ২১ ও ২২ ডিসেম্বর এই ৬ প্রার্থী কেন্দ্র থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নৌকার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরপরই গোলাপগঞ্জ জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এর আগে গতকাল রাতে গণমাধ্যমে আজ শনিবার নৌকার প্রার্থীর নাম ঘোষণা হবে শুনে নিজ নিজ দলীয় নেতা-কর্মীদের মাঝে এক বিপুল উৎসাহ-উদ্দীপনার দেখা গেছে।