ঢাকা,৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তরুণ সমাজসেবী লিপন আহমদের ভাগনা ছায়িমের জন্মদিনে শীতবস্ত্র বিতরন

IMG-20201227-WA0010.jpg

 

সাহেদ আহমদ : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা র বানেশ্বরপুর গ্রামের তরুণ ব‍্যবসায়ী ও সমাজ সেবী লিপন আহমদের ভাগনা ছায়িমের জন্মদিন উপলক্ষ্যে এলাকার হতদরিদ্র  শতাধিক  শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল)  আজ ২৭ ডিসেম্বর রবিবার   বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি আমেরিকা প্রবাসী আহমদ আলী, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আলী রাজান; মাদ্রাসা শিক্ষক মৌলানা আজিজুর রহমান, বানেশ্বরপুর কেন্দ্রীয়  জামে মসজিদের মুতাওয়াল্লি হাজী আনা মিয়া, হাফিজ আফজল আহমদ, তরুণ সমাজ সেবী ময়নুল ইসলাম ও ইব্রাহিম আলী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top