সিলেট দিগন্ত : ধানসিড়ি শাহী নিবাস যুব সমাজ কতৃক আয়োজিত মোঃ আবু ওবায়দা রাসেল দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১এর উদ্বোধন আগামী ৮ই জানুয়ারি শুক্রবার রাত ৮টায় ধানসিড়ি শাহী নিবাস দক্ষিণ শাহী ঈদগাহ সিলেটে অনুষ্ঠিত হবে।
উক্ত ব্যাডমিন্টন খেলায় ১ম পুরস্কার ২৫ হাজার টাকার প্রাইজমান ও ১টি ট্রফি, ২য় পুরস্কার ১৫ হাজার টাকার প্রাইজমানি ও ১টি ট্রফি, ৩য় পুরস্কার ৭ হাজার টাকার প্রাইজমানি ও ১টি ট্রফি, ৪র্থ পুরস্কার ৪ হাজার টাকার প্রাইজমানি ও ১টি ট্রফি এবং প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করা হবে। খেলার এন্ট্রি ফি ৭৯৯ টাকা।
উক্ত ব্যাডমিন্টন খেলা নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে। এক দলের খেলোয়ার অন্য দলে খেলতে পারবে না। ম্যাচে আম্পায়ার,লাইনজাজ্ এবং কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
খেলায় পুরস্কার দিয়ে সহযোগিতা করেন সিটি এডুকেশন এলএলপি এর ফাউন্ডার এম এ মাজেদ ফাহাদ এবং সাঈদ আহমদ, প্রবাসী আব্দুল আজিজ লুকমান এবং ওয়াসিম, জোনাকী ইলেকট্রিক্যাল হাউজ এর প্রোপাইটর রিফাত হোসেন সাঈদ ও প্রবাসী শিহাব খান।